পৃথিবীর সব কিছু সাধারণ সোজা
মনের বাড়ানো হাতে স্নেহ ফুল গোঁজা,
হেঁটে চলা মানুষের সাথে চলি আমি
কবি আমি লিখে যাই কথা নামী দামী।
ছড়ানো ছিটানো ছাই আমি খুঁজি রত্ন
হৃদয়ের অন্ধ গলি করি খুব যত্ন
আবেগ ও অনুভূতি আমার এ বুকে
বাস্তবের কল্পনায় থাকে খুব সুখে।


তোমাকে তোমার কথা মনে মনে বলি
বাঁচিয়ে বাঁচার নেশা সেই পথে চলি,
হাবে ভাবে অনুভবে আমি যে আলাদা
আমি দিই অক্ষরের অনন্ত মর্যাদা।
প্রেম ফুল তুমি আমি লিখে যাই আশা
কবি আমি গেঁথে যাই মোহ ভালোবাসা।