পুরোনো বন্ধু যদি না দেখা কোন দেখে তোমার সাজ
কিছুতেই সে পারবে না মেনে নিতে তোমার রাজত্ব রাজ।
কোথাও না কোথাও খুঁত ধরে করবে তোমাকে ব্যতিব্যস্ত
এর চেয়েও নাকি ভাল করা, তার কাছে আছে সমস্ত;
কিছুতেই সে সায় দেবে না তোমার এই নবমূল্যায়ন
আরও আছে প্রতিভা এমনি, তুলনায় করবে সম্বোধন।


বলবে হেসে, বন্ধুটি, ক্রিটিসিজম সহ্য করা শেখো
তবেই না বড় হবে, নিজেকে অন্যের ভাল লাগায় রেখো;
আসলে সে জানে না সমালোচনায় সম হতেই হয়
না হলে, কি কথার কি উত্তরে জীবন কখনও জীবন নয়।


তার চেয়ে নব নব উন্মুক্ত করে দাও সবার সম্মতিতে
যারা শুধু তোমাকে চিনতে চাইবে কর্মের পদ্ধতিতে,
যেটুকু যতটুকু তুমি গুণ হিসেবে চেয়েছো দিয়ে যেতে
তাতেই অনেকের পরিতৃপ্তি তোমাকে নিয়ে থাকবে মেতে।


সব রূপ সবার জন্য নয়, বন্ধু জীবনও যায় বদলে
ঘনিষ্ঠতা পথ চিনতে আত্মিক জীবন রাখে আগলে
যারা স্কুলে ছিল এবং কলেজে তারপর কর্মের সাথে
একে একে হাত ধরা পায়ে পায়ে দিনান্তের অভিঘাতে।


পৃথিবী আমার তোমার সবার বন্ধু যেখানে যাকে পাই  
সুন্দরের আরাধনায় প্রীত হই উত্তম জীবনে সর্বদাই।