জানা ছিল না
আকাশ পেরিয়ে অনেকেই সীমানা
পৃথিবীর পারে সুখ নিকড়ে
জমিন চিনে বড় হয়
শেষ হয়
উদাস হয়ে বিলীনে লীন হয়।


তবু আমাদের জগতে
তোমাদের যাতায়াত
মানুষ পেরিয়ে মানবিক দিশায়
হাতে হাত।


সেই অস্তিত্ব জানাশুনায়
কোন বিচিত্র নেই
আমি তেমনই কোন সরল সাদাসিধে।


কিংবা কোন কিছু নই।