চোখে জল নিয়ে চল দুঃখী তুই একা
মনে রাগ রেখে দাগ পাবি কার দেখা?
তার চেয়ে আগে গিয়ে যতটুকু পাবি
সেই তোর দিনভর খিদে পেলে খাবি।


কি যে খাই ভাবি তাই কাজ নাই হাতে
একমুটো খুদকুটো দাও আগে পাতে,
দিনকাল ফেরে হাল শুধু বাবুদের
সারাদিন করে ঋণ বাড়ে অভাবের।


ওই চলে দলে দলে কাজ করে যারা
ঘেমে নেয়ে নাই খেয়ে কি বা পেল তারা?
দিন রাত প্রাণপাত করে যায় যত
বাবু সব করে রব মুনাফাতে তত।


ধুঁকে ধুঁকে খালি মুখে তবু কাজ করি
শ্রম দানে মনে প্রাণে এ সভ্যতা গড়ি,
ফিরে ঘরে পেট ভরে পাই নাই খেতে
তাই তার অধিকার চাই ফিরে পেতে।


চোখে জল কি বা ফল বুঝবে না কেউ
সব কাজে এ সমাজে চলো তুলি ঢেউ,
জোট করে পথ ধরে করব লড়াই
দিন শেষে ভালোবেসে খেতে যেন পাই।