আমরা একা কি বা আছে
এই তোমাদের সাথে
পারব না গো লড়াই লড়তে
ছোট্ট দুটি হাতে।


আবেদনে নিবেদনে
এবং অনুরোধে
লিখিত ও অলিখিত
করছি বিচার বোধে।


তোমরা শলা পরামর্শে
করছ টেবিল খেলা
আসবে সুদিন সেই আশাতে
কাটছে জীবন বেলা।


লড়াই জারি আমাদের আজ
নাই যে অস্ত্র কিছু
আমরা তবু সবার মাঝে
যাই নি হয়ে নিচু।


শেষ অস্ত্রে তোমাদের তাই
চাই এড়িয়ে যেতে
একটু শুধু শান্তি ও সুখ
চাইছি শুধু পেতে।