প্রতিটি কর্মের নিজস্ব ক্ষেত্র থাকে
উড়নচণ্ডী ক্ষ্যাপামির সাথে
একই শূন্য
রোজ দেখি দিশেহারা


অবাক করা অবসরে
ঝাঁপানের সাথে গম্ভীরা মিশে যায়
বাসনপত্রে একালের মনোজ্ঞ রাগ
পায়ে পায়ে সকাল গুনে গুনে রাত হয়
আর সপ্তম সুরে শুধুই অন্তরা


বোধের দিশা বদল
রোজগার খুঁজতে খুঁজতে
রোজ কাজ হয়ে যায়।