পৃথিবীতে এসে তুমি
যা যা কর কর্ম
সেটাই হল সত্যিকারের
তোমার নিজের ধর্ম।


ফুলের অনুসারী হয়ে
গাঁথলে জীবন মালা
তুমিই হবে সব হৃদয়ের
সাদর বরণডালা।


কাঁটার দিশা হয়ে তুমি
করলে যদি কিছু
ঘৃণায় ভরা জীবন খানি
নেবে তোমার পিছু।


তোমার কর্মে যদি ফোটে
রঙে রঙিন গোলাপ
তবে তুমি কর্ম কুশল
অন্য জনের সংলাপ।


তোমার কর্ম যদি বা হয়
ধর্ম সুলভ বাঁচা?
তবে তুমি বন্দী জীবন
বদ্ধ কোন খাঁচা।


সেখানে নেই কোন গোলাপ
শুধুই কর্ম কাঁটা
মানুষ ধর্ম পরিচয়ে  
দম্ভ কেনাকাটা।