কষ্ট হল ভেতরের রূপ
বাইরে মনের দৃষ্টি
বেদনার সব চরম ইচ্ছে
করে যায় মুখ সৃষ্টি,


সুখলতা পরম হয়ে
ছড়ায় যত আলো
সেই তো আমার তোমার জন্য
ভালো শুধু ভালো।


কষ্ট দেয় যে সে জানে না
তাই কি সুখের আশা
দুঃখ ব্যথা যন্ত্রণা সব
খেলছে ইচ্ছে পাশা।


মাপ পরিমাপ তৈরি নিজের
বাঁচার হিসেব যত
থাকবে খুশি মন খেয়ালে
বাঁচো ইচ্ছে মত।


কষ্ট সে তো অর্জিত সুখ
আপন করা আশা
বাঁচাও বাঁচো বুঝবে জীবন
শুধুই ভালোবাসা।