বলতো বাবা, জানিস খোকা সে এক মস্ত মাঠ
সবুজ ধানের ক্ষেতের পাশে ছিল দীঘির ঘাট,
আঁকা বাঁকা সরু আলে শিশির ভেজা ঘাস
গরুর পালে রাখাল ছেলে ঘুরত বারো মাস।


পদ্ম শালুক থাকত ফুটে ছোট্ট ঝিলের ধার
ডাহুক পাখি বকের সারি করত আকাশ পার,
কোমর জলে চাষীর মেয়ে ধরত ছোটো মাছ
পাতার ফাঁকে রোদ বাতাসে ফুল ফোটাত গাছ।


বিকেল হলে জড় হতাম আমরা ছোট্ট সব
সারা পাড়ায় হাসি মজার উঠত কলবর,
গোল্লাছুট আর ডাঙগুলিতে খেলা হত খুব
সারা বছর জল পুকুরে দিতাম একটা ডুব।


সবাই মিলে সর্ষে ক্ষেতে পাড়ি দিতাম দূর
গাছ পাহারায় দিগন্তে হায় উঠত উদাস সুর।
বাবার কথা ভাবে খোকা তাকায় চারিদিক
চেয়ে দেখে ইট পাথরের কঠিন আধুনিক।