মাটি চষে ফসল ফলায়
মাঠে সময় কাটে
কৃষক জীবন প্রহর গোনে
সারাটা দিন মাঠে।


রোদে তাপে বৃষ্টি ঝড়ে
ফসল রক্ষা করে
কৃষক জীবন সবার জন্য
অন্ন তুলে ধরে।


বীজ বসানো চারা রোপন
সার এবং জল দিয়ে
কৃষক জীবন ফসল বাঁচায়
কষ্ট ও সুখ নিয়ে।


মাঠ সবুজে পাকা ধানে
ফসল উঠলে ভরে
কৃষক জীবন খুশি থাকে
ছোট্ট কুঁড়ে ঘরে।


চাষের খরচ পায় না মূল্য
মাটির বুকে আশা
কৃষক জীবন ফসল সুখে
শান্তি ভালোবাসা।