ওই যে দূরে উড়ছে পাখি ওরও তো আছে সীমানা
দিনের শেষে বাসায় ফেরে উড়তে তার নেই মানা,
রাতে সবাই গৃহে বন্দী আশ্রয়ের নিশ্চিত আস্তানা
সুকোমল তার বৃত্তি জীবন সব মানুষের মুন্সিয়ানা।


আজ হয়েছে কোণঠাসা লড়াই জারি সহস্র ফুল
ঘরের ভেতর খোকাখুকি আর করে না প্রাণের ভুল,
গলা ছেড়ে গান গেয়ে যায় যেন মাঝি নৌকা বায়
আঁকাবুঁকি কাগজ রঙিন স্বপ্ন সজাগ বাঁচতে চায়।
এই তো নাচের তাল ঠুকেছে আঁধার পেরিয়ে ভোর
বুকের ভেতর খুব পজেটিভ লাগায় মনের জোর।


আজকে আছি কালকে আছি থাকব আমি থাকব
সব আগামী নমস্কারে আমি আমার জীবন গড়ব,
বন্ধ তো নয় মন জীবনের দুয়ার খোলা ডিজিটাল
পারি আমি সবই পারি আমার আছে যত খেয়াল।


এখন আমি পড়ার বাইরে আরো বেশি করছি পড়া
কবে কোথায় লুকিয়ে ছিল এখন বেশ পড়ছে ধরা,
বাঁচতে বাঁচাতে চেষ্টা বকুল আমার আমি জাগছে
মানুষের ধর্ম সহায় হওয়া মানুষই আবার শিখছে।