অন্যায় ভেবে যে লড়াই আজ ময়দানে লড়ছো
তার পুরোটা কি অন্যায়? তাই লড়াইয়ে থাকছো?
ন্যায়ের মাপকাঠিতে আন্দোলন দৃষ্টিভঙ্গি বদলে
ক্ষমতা তার নিজের পৃষ্ঠায় নিজের মত লিখলে;
ন্যায়ও থাকে অন্যায় থাকে লড়াই থাকে দুদিকে
তোমারটাকে বিপ্লব ভাবলে লড়াই হবে ফিকে।


অস্ত্র হোক কিংবা মতবাদের লড়াইয়ে মৃত্যু হয়
হেরে যাওয়া বুঝতে পারে বাঁচার উপরে কিচ্ছু নয়।
পাই বা না পাই মানুষবিহীন চরিত্র পাক সাজা
পেয়ে গেলেই অনেকে তখন মুখোশগড়ের রাজা।


লড়াই তখন মাঠে কাঁদে, যার গেল তার গেল
ক্ষমতার লড়াই পেছনে তাকায় কতটুকু কি পেল?