প্রথম যেদিন আমি করি অনুভব
তোমার আসার পথ করেছি সুগম
কষ্ট ব্যথা যন্ত্রণায় সহ্যের সম্ভব
তোমাকে দিয়েছি আমি সুখের পরম।
যেটুকু দিয়েছি আমি সমস্ত দেওয়া
ভালোবাসা আদরের যতটা বৃহৎ
কক্ষণো ভেবো না তুমি রক্তের নেওয়া
আরো বড় হয়ে গড়ো নিজস্ব জগৎ।


বয়সকালে আমার দেখাশুনা করা
নিজেই আমি স্বতন্ত্র মাতা সর্বজয়া
তোমার সৌন্দর্য ঘর সুখ আলো ভরা
সেখানে আমার ঠাঁই, করো না হে দয়া।
কর্তব্যের বিনিময় নয় ঘাম শ্রম
ঘর যেন কক্ষণো না হয় বৃদ্ধাশ্রম।