রূপ অপরূপ ফুলের শোভা
ছড়ায় যদি বিশ্বে আজ,
হিংসা ও দ্বেষ যাবে দূরে
মানুষ করবে মানব কাজ।


মানুষ হবে ফুলের মত
ছড়াবে সব গন্ধ তার
মুগ্ধ হয়ে রঙের বাহার
মন ভোলাবে সবাকার।


পরের জন্য করবে কাজ
আনতে বিশ্ব শান্তি সুখ
রঙিন পাপড়ি মেলে ধরবে
আনন্দ আর হাসি মুখ।


সেবা যত্নে পরস্পরকে
দলবদ্ধ যৌথ ফল
ফুলের রেণু কেশর মেখে
বাঁচতে শেখা মানব দল।


বিশ্ব জুড়ে মানুষ ফুলে
বাড়বে শোভা হৃদয় বন
এমন দিনটা আশা করে
জীবনের গাছ সারাক্ষণ।