ক্ষমতা তার লোভ ছুঁয়েছে
প্রতিবাদের কথা ক
যন্ত্রণা সব গর্জে উঠুক
আবার তোরা মানুষ হ।


অত্যাচারের শেকল ভাঙা
সাধারণের সঙ্গে থাক
মানুষ বোধের চরম শিক্ষা
মেরুদণ্ডে বোঝা যাক।


ঘুরিয়ে দেয় পঙ্গু জীবন
আমি মানুষ প্রচার হোক
মুখোশ জীবন চরিত্র সুখ
সব যেন হয় নিজের লোক।


প্রতিঘাতে বলার ভাষায়
অধিকারে কিছু ক
মানুষকে তাই মানুষ বলে
এবার তোরা মানুষ হ।