মেঘ যদি আজ অভিমান করে
আকাশে ফেরায় মুখ
ঢেকে যায় রোদ পৃথিবীর মাটি
খোঁজে শান্তি ও সুখ।


বাতাসের পিঠে উড়াল পথের
দিগন্ত ছুঁয়ে যাক
সবুজ পাতার ঘরে ও বাইরে
জীবনটা পড়ে থাক।


পাহাড় পেরিয়ে দল বেঁধে ওরা
পেয়েছে মনের বোধ
আঁধারের বুকে মুখ গুঁজে কাঁদে
একলা দুপুর রোদ।


গাছেদের আজ বাড়ছে বয়স
শিখে গেছে কত বাঁক
মন খেয়ালের একটু জায়গা
রেখেছে যোজন ফাঁক।


অযুত বছর লিখে রাখে মেঘ
চাতক বৃষ্টি জল
ডুব সাঁতারের সীমানা পেরিয়ে
আবেগ পায় না তল।


মোহনায় মেশে ঢেউ পারাপার
মেঘ জমা অভিমান
টাপুর টুপুর শব্দ শিশিরে
রামধনু প্রণিধান।


মেঘ বালিকার সব দিনকাল
জল পুকুরের বাস
উজাড় করেছে সবটুকু স্মৃতি
বলে শুধু ভালোবাস।