আষাঢ় দিনে মেঘ জমেছে  
আকাশ ঘন কালো
গাছের পাতা দোলায় মাথা
আবছা দিনের আলো।


বইছে বাতাস ঝড়ের বেগে
ফিরছে মানুষ ঘরে
গরু বাছুর ডাকছে জোরে
ছুটছে রাস্তা ধরে।  


উঠোন জুড়ে ঝমঝমাঝম
বৃষ্টি এলো ঝেঁপে
নদী নালা ডোবা পুকুর
উঠছে কেঁপে কেঁপে।


ঝরো ঝরো বৃষ্টির ফোঁটা
ঝরছে বাঁশের বনে
বৃষ্টি যেন সৃষ্টি কথা
বলছে আপন মনে।  
  
আকাশ জুড়ে মেঘের খেলা
বৃষ্টি মাটির পরে
সৃষ্টি বাঁচায় সবুজ নাচায়
বিশ্ব চরাচরে।