রাস্তার ধারে দাঁড়িয়ে থাকলে মানুষ হয় না বজ্জাত?
রাস্তা না পেরিয়ে কি করে আসবে সভ্যতার প্রভাত?  
রাস্তায় জিভ বের করা মানুষের মত দেখতে লোলুপ
যখন তখন ঝাঁপিয়ে পড়ে দেখায় যে তার ভয়াল রূপ,
আঁচড়ে কামড়ে ছিঁড়েফুঁড়ে সভ্যতাকে করে ছিহ্নভিন্ন
পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো এসবই নিম্ন শ্রেণির অন্য
এদের সাথে অন্য কোন জীবের হয় না কোন তুলনা
তবু এরা পাশে বসে আমাদের নিয়ে করে যায় ছলনা।


একশ্রেণির ক্ষমতাবান এদের এই মনুষ্য বিকৃতি রূপ
প্রশয়ের বেড়াজালে টিকিয়ে রাখে তাদের নগ্ন স্বরূপ
এভাবে পৃথিবী চলেছে কিছু বজ্জাতের হাতে হাত রেখে
শুধু পাহারায় বাঁচাবে কি সভ্যতা আগুনের আঁচ থেকে?


আমার মেয়ে তোমার মেয়ে কামনার পৌরুষত্ব ঘর
রাস্তা পেরিয়ে আরো বড় রাস্তায় গড়ছে হৃদয় নগর,
সেই মেয়েদের সম্মান মর্যাদায় গাছে ভরে যায় ফুল
নিজের কাছে লজ্জিত হতে ওহে মানুষ, করো না ভুল।