গোধূলি বেলায় দূর সীমানায়
লালের আভায় দেখা
পল্লী মেয়ের ইশারা চোখের
হেঁটে যায় একা একা।


গাছের ছায়ায় আলোর রেখায়
মুখ খানি তার মিঠি
ফুলের বাগানে দিন অবসানে
লিখছে মনের চিঠি।


হলুদ পাপড়ি সাদা সে টগরী
ফুলেতে রঙের মেলা
গড়িয়ে দুপুরে পায়ের নূপুরে
নেচে নেচে করে খেলা।


শুভ এ লগনে মধুর মিলনে
গ্রামের পথের বাঁকে
হেঁটে চলা ঘাসে রাধাচূড়া হাসে
দেখি কোনো এক ফাঁকে।


মন যে হারালো জীবন সাজালো
চোখে চোখে হল কথা
রূপের মাধুরী ফুলের আদুরী
মুছে দেয় সব ব্যথা।