আমার মনের মৌমাছিরা মাটির গন্ধ মাখে
আবর্জনার স্তুপের থেকে মনের মধু খোঁজে
সময়টাকে মুঠোয় ধরে আগুন খেলা করে
রোজ নিজেকে পায় খুঁজে সে হীরক পাথরে।


তোমার হাতে হাত মিলিয়ে চলতে থাকে
ঠিক পেয়ে যায় চন্দনেরই সুবাস তাতে ।
বারুদ বুকে গোলাপ দিয়ে নেভায় আগুন
যে কোন দিন যখন তখন আনে ফাগুন।


দিন মজুরের ভাত কাপড়ে বাঁচতে শেখে
লড়াই জীবন সব আকাশে সূর্য দেখে ।
খাদের ধারে ডুব আঁধার আলোর দিশা ;
যুগ বদলে মানুষকে সে মানুষ হয়ে


মনটা আমার মন মোহিনী মুক্ত তারায়
সবুজ হাসির মিলনে সে যে পৃথ্বী সাজায় ।।


        -০-০-০-