গোলাপ কাঁটা খোঁপার কাঁটা
প্রেমের কাঁটা যত
জখম করে বাঁচতে শেখায়
ভালোবাসার মত।


চলতে পথে পথের কাঁটা
পায়ে যদি ফোটে
তবেই বুঝবে চলার মর্ম
হৃদয় হয়ে ওঠে।


মাছের কাঁটা উলের কাঁটা
বেলের কাঁটা বিঁধে
যে যার কাজের হিসেব বুঝে
হয় যে সাদা সিধে।


কাঁটা দিয়ে তুলতে কাঁটা
একটু লাগে বাঁকা
সব জীবনী বইছে দেখো
কাঁটায় ভরা ঝাঁকা।


বলব কি আর কাঁটার কথা
অভিসন্ধি মনে
কাঁটার সেরা মরণ কাঁটা
দিলে আপন জনে।