মণিকাকুর বাড়ির ভেতরে পাহাড় ছিল
যতবার ঢুকেছি  
সেইসব কালো পাহাড় ডিঙিয়ে
আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হত।


আমিও পাহাড়ের সেই সব লতা গুল্ম
চড়ুই বক গেঁড়ি গুগলির রকমারী চরণের
ছন্দের দোলায় দুলতাম
জেগে ওঠা পাথর দলনে কেঁপে উঠতাম।


মণিকাকু আজকাল
খরস্রোতায় বয়ে যায়
পাড়ে সেইসব পাহাড় মাটি
মরা সমুদ্রে মণিহারা।