অগ্রথিত করে লিখে রেখেছে জবাব
পৃথিবীর বুকে তার এই তো স্বভাব
না শোনানো হৃদয়ের সেই সব হৃদি
কোমল বিভঙ্গ পথে আজো সে দরদী।
মুখোমুখি মুখ আছে মানুষ কথায়
মিলনের মোহজাল পূর্ণ মহীমায়
শান্তি ও ধৈর্যের স্থিতি বাহুল্য সংযুক্তি
পৃথিবীর বুকে তাই এতই বিভক্তি।


এসব আগাম যত লক্ষ্যের সহায়
কাঠিন্য মাপে নি সে দূরে দেখা যায়
জীবন এবং জীবন অনন্ত অধিকার
এবার কোমল স্রোত বর্মের সংহার।
ভাল থাক ভাল হোক এই কোমলতা
ওংঁ শান্তির যুগ সত্যে প্রেম সরলতা।