ফুলের পরাগ পাপড়ি রঙিন
এসে যায় মৌমাছি
গুনগুন সুরে এ ফুলে ও ফুলে
করে শুধু নাচানাচি।


ফাগুনের রঙে পলাশে শিমূলে
ওই যে কোকিল ডাকে
জমা করে মধু মৌমাছি থাকে
এক সাথে মৌচাকে।


বইছে মলয় দোলে কিশলয়
ফুলে ফুলে ঢাকা গাছে
মৌমাছিদের সংগ্রহ করা
রেণু ভরা খুশি আছে।


উড়তে উড়তে সারাদিন ধরে
ধৈর্য্যের ডানা মেলে
মধুর মিষ্টি মৌমাছি আনে
অলসতা দূরে ফেলে।