কুসংস্কারের চক্করে ভাই
যদি তুমি পড়ো
কু-রীতি আর অনাচারে
যদি জীবন গড়ো,


তবে তুমি সহজ সরল
জীবন থেকে দূরে
মানুষ বাঁচার নিয়ম ভুলে
গাইবে অন্য সুরে।


এটা করো না ওঠা ধরো না
সেটায় বাধা আছে
এই পথে আর ঐ মতে যাও
সফল আসবে কাছে।


এমন করে চলতে গিয়ে
শুদ্ধ বুদ্ধি জ্ঞানে
মুক্ত চিন্তা আটকে পড়ে
নষ্ট ডেকে আনে।


তাই তো বলি সংস্কারী হও
উদাস জীবন আশা
সবার জন্য পাশে থেকো
দাও হে ভালোবাসা।