রাস্তার পাশে জীবন হয়ে দাঁড়িয়ে থাকে ক্যাকটাস
চলেছো তুমি যে পথে সেই পথই আমার অভিলাষ,
প্রতিবিম্বের নজর এড়িয়ে পাহাড় পাহাড় সম্ভাবনা
মতভেদ থাকে এগিয়ে চলায় চাই না তবু বিড়ম্বনা।
রুক্ষ মাটির বুক চিরে সে ঘাসেদের রঙে খেলা করে
কেন না যেখানেই যাও। ওরে ও ভাই ফিরতে হবে ঘরে।


সেখানে যতই উঁচু নীচু থাক মালভূমি পথ ঘিরে
সুখ দুঃখ ভাগ করে নেয় সমতল মুসাফিরে।