আজ নয় কাল পরশুও, আমি পারতাম;
ঘরে বাইরে সবকিছু আমিই সামলাতাম।  
সমস্ত দেশ বাসীর হয়ে সম্মুখে লড়তাম
পণের চাবুক যৌন ক্ষত তাও সইতাম।


আজ এখনও সেই লড়াই চলতেই আছে
আমার সাফল্যে পুরুষের তুলনাও আছে
ছোট বড় ব্যর্থতায় শুধুই তিরস্কার আছে
অধিকারে শুধু সহানুভূতির করুনা আছে।


মানিয়ে নেওয়া আমার নিরূপায় যন্ত্রণা
সামাজিকতার সবকিছু আমিহীন মন্ত্রণা,
ভালোবাসায় আমি পুরুষকে করি ধন্য
আমাদের বাসায় তবু আমি থাকি নগন্য।


পূবের আকাশে সূর্যোদয় আমি সৃষ্টিকথা
প্রেমের পথেই হেঁটে চলি আমরা সর্বদা।