তুমি যদি সারাক্ষণ পাশে থাকো নারী
মোহন বাঁশির সুর গায় সুখ সারি,
হৃদয়ে হৃদয় তারা মোহ অহংকারী
শত্রু সাথে যুদ্ধ জয় তবে আমি পারি।


সংসারে প্রেম প্রীতির অনুরাগ ভরা
মা ও মাসি দিদি বোন নানা রূপে ধরা,
সাজানো গুছানো ঘর স্নিগ্ধ স্মৃতি ঘেরা
বকুলের ছায়াতল কাজ শেষে ফেরা।


বিশ্রাম বালুকাবেলা নারী আছে তাই
লড়াই পৃথিবী রোজ শান্ত ভূমি পাই,
পাশে থাকা ফুল ফোটে নীল নীলিমায়
সঙ্গী সে জীবন কথা আকাশ সীমায়।


মিলিত আদর খেলা প্রেম পূর্বরাগে
দুজনে দুজন হতে কে আছে কে আগে?
ভাবনা কপাল সিন্ধু পুরুষ ও নারী
সভ্যতা রাঙানো পথে সব সব পারি।