নারীর কোন বর্ণনা নয় শুধু রূপ গুণ বর্ণে
নারীও মানুষ পৃথিবীর প্রাণ চঞ্চল জীবনে,
রচনা করা সংসারে নারীও সমান ভাগীদার
পৃথিবী তাই আজও সুন্দর জীবের অহংকার।


পুরুষের জন্য যতটা আকাশ নারীরও ততটা
নারীর তবু ভাগ্যে চাঁদ পুরুষ ছাড়ে যতটা;
পায়ে পা মিলিয়ে সমান তালে সংসার জোয়াল
নারী পুরুষ উভয়েই টানে কর্তব্যের কর্মজাল।


যে ফুল ফোটে পৃথ্বীবনে গন্ধ মাতাল চারিদিক
তাতে হৃদয় বোনে নারী পুরুষ যেমন প্রাকৃতিক;
তুমি তুমি করে নারীকে পরিয়ে প্রেম পুষ্প হার
সেই শৃঙ্খল পরিয়ে আবার দেখাও পুরুষাকার?


নারীর সম্মান সেও মানুষ, নয় অন্য সম্মোধনে
সৃষ্টির সেই গূঢ় বার্তা হোক জীবনের অবলম্বনে।