আঘাতটা তার ভালই ছিল বুঝিনি মর্মার্থ
নিজের ভাল চাওয়ার মত করেছি সরলার্থ ,
চক্রাকারে দিশা বদল ঘুরাই নিজের দিকে
বাদ বাকী সব করে দেব ম্লান এবং ফিকে ;
ভাবতে থাকা উঁচু তলায় লাগে তপ্ত ঢেউ
তাকিয়ে দেখি নীচে আমার আমি অন্য কেউ ।


অভিমানের স্বচ্ছ দেওয়াল ভাঙা ভাঙা ইট
ফাঁক ফোকরে হচ্ছে টুকরো পতনের ভিত,
তবুও সাজাই নিজেকে নিজের মত প্রাসাদ
শুধু নিজে বাঁচতে আমি নিজেকে করি আস্বাদ ।