নিজের স্বার্থ সিদ্ধি করতে
মিথ্যে বলে যারা
অন্য লোকের অভিশাপে
শেষ নাকি হয় তারা!


অন্যের কাজে নাক গলিয়ে
মর্জি মাফিক চলে,
ক্ষমতা তার বড়াই করে
সবার সামনে বলে।


আখের গুছায় প্রাসাদ গড়ে
হুকুম ইচ্ছে মত
আরাম আয়েশ লোভ লালসা
যেখানে পায় যত।


মিথ্যে দিয়ে বেসাতি তার
পাহাড় প্রমাণ চলে
এই দুনিয়ায় এমন লোকে
বাড়ছে দলে দলে।


কিন্তু আছে সৃষ্টি স্বরূপ
পাল্টে জীবন ছবি
মিথ্যে কিংবা সত্যির মাঝে
ফারাক দেখে সবই।