গাছের ফাঁকে রোদ হেসেছে ঝিকিমিকি দেখো নি?
পাতার রঙে খেয়াল পোকার নষ্ট বিষয় ভাবো নি?


পলক জুড়ে আকাশ লেখা রূপক ছন্দে আবিষ্ট
হিসেব করা দস্তাবেজে আমার আমি নিবিষ্ট


মাটির গন্ধে বকুল হাসা ওড়না ওড়া সুদূরে
তুমি যেন হাসনুহানা রোদ উঠেছে ওই দূরে


পথের গায়ে গাঁ দেখা যায় বিলাস বহুল চড়ে
বাহানা জুড়ে শ্রম গুলো আজ শুধু খেটে মরে


স্বাধীন রাজ্য পথিক ভুল বাড়া ভাতে ছাইরাঙা
ওদিক থেকে মিষ্টি সুরে উঠছে বেজে দ্বারভাঙা


এসব কথা প্রশ্ন করে রাজ্যের মানুষ বিড়ম্বনায়
দেখছে শুধু দেখার দেখা সবাই আজ নিরূপায়।