ইতিহাস দেখানো
মানুষের সহজাত স্বভাব
তাই বলে, ও করেছে সে পেরেছে
তোমার কেন অভাব?


ওর পারায় তুমি ছিলে না
আমিও দেখি নি পরিস্থিতি
তবুও তুলনায় টানাটানি
ভুলে যায় নিজস্ব অবস্থিতি।


দেখে শেখা যদি হয়
জীবনের আবর্তিত চলমান
তাহলে তো ইতিহাস ছাড়া
অনন্তে মেলে না সম্মান,


তাই তোমাকে দেখাই
আমাদের সেই ঐতিহ্য ফলবতী
তুমি বড় হও আরও বড় হও
উজ্জ্বল কোন স্বপ্ন জ্যোতি।