অযৌক্তিক
---------
তোমাদের যেমন তুমি আছে
আমাদেরও আছে আমি,
ক্ষেত্র মাপা লড়াই ময়দান জুড়ে
সেখানে ভিড় করে কেবল তারা।


স্বতন্ত্র
--------
আমি চিরস্থিত নই,
তাই যেটুকু যতটুকু
অন্তত একবার
প্রণাম হতে চাই।


মানবিক চোর
-------------


মাটি চুরি করে শিব বানায়
গাছ চুরি করে গাছ লাগায়
মানুষ চুরি করে মানুষ গড়ে


এরকম আকাশে আমিও চুরি হতে চাই।


চাষা
-------
ভাগ চেয়ে আমি আর
লজ্জিত হতে চাই না ,
আমার পৈত্রিক আমাকে পূর্ণ করেছে
কর্ম প্রত্যাশার অঙ্গীকারে।


প্রতিদিনের রাস্তা
---------------
কংক্রিটের রাস্তায় চলতে চলতে
রাস্তার কাদা নিয়ে বাড়ি ফেরা ভুলে গেছি ,
ভাষা ভাব ভালোবাসায়
মা , তুমি আমাকে প্রেমিক করে দাও।