অর্থই হল অনর্থের মূল
সবাই সেটা জানে
তবুও অর্থ উপার্জনে
দুর্ভোগ ডেকে আনে।


ন্যায় ও অন্যায় গুলিয়ে যায়
পেলে কিছু অর্থ
ভালো মন্দ নিজের মত
যায় না কিছু ব্যর্থ।


ছুটছে সবাই অর্থ পেতে
নিজের অধিকারে
ভাগাভাগির বাটোয়ারায়
চেনে না কেউ কারে।


অর্থ দিয়ে উঠছে গড়ে
এ সভ্যতা যত
মানুষ তারই গোলক ধাঁধায়
ঘুরছে ইচ্ছে মত।


তবুও বিশ্বে অর্থের বাইরে
আছে জীবন চেনা
বিদ্যা বুদ্ধি জ্ঞান ও মানে
যায় না তাকে কেনা।