আত্মরক্ষার জন্য কোন না কোন অস্ত্র চাই
তোমার যা আছে হয়তো আমার তা নাই।


আমার অস্ত্র বরাবর বিপক্ষকে কাছে টানে
তোমার শুধু ধ্বংস খেলা নিজস্ব মন মানে।


আমার অস্ত্র মানুষের মাঝে মানুষের খেলা
তোমার অস্ত্র ডুবিয়ে দেয় সব জীবন ভেলা।  


আমার অস্ত্রে আঘাত নাই শুধুই মলম পট্টি
তোমার অস্ত্র তাতেই করে অহং জগৎ স্ফূর্তি।


আমার অস্ত্র আমাকে চেনে চেনায় বিশ্বলোক
তোমার অস্ত্র তোমাকে মেরে দেখায় পরলোক।


আমার অস্ত্র ফুল আঁকছে দেহের মধ্যে দেহ
তোমাকেও সে ঠাঁই দেয় পর নয় তার কেহ।


আমার অস্ত্রে আমি লিখি শুধুই প্রেমের রূপ
তোমার অস্ত্রে সেই প্রেম তুমি করছ তছরূপ।


আমার অস্ত্র প্রাণ চঞ্চল সবার হৃদয়ে বাস
তোমার অস্ত্র তোমাকে ডেকে করে সর্বনাশ।


আমার অস্ত্র অস্ত্রই নয় মানুষের মানবিকতা
তোমার অস্ত্র বিকৃত মুখ অমানুষ আত্ম কথা।  


আমার অস্ত্রে সব আছে তোমার যা যা চাই
তোমার অস্ত্রে জগৎ ছিন্ন শুধু নাই আর নাই।