কাকের মতন কা কা বেড়ে গেছে খুব
কোকিলের স্বর তাই বলে চুপ চুপ ,
নিরিমিষ শালিকের ঝগড়া সকালে
ময়ূর পেখম মেলে মর্জির মশালে,
ময়না চন্দনা ভয় লেজটি ঝুলিয়ে
চড়ুই বাবুই ফিঙে তাতেই লুকিয়ে;
বাড়ছে প্রভাব খুব তোতা আর টিয়া
শেখানো বুলিতে কথা বলে কাকাতুয়া।


সুযোগ সুবিধাবাদী ঘুঘু চিল বাজ
আখের গুছিয়ে নিতে ব্যস্ত বড় আজ;
কাঠ পাখি মাছরাঙা লেজঝোলা যারা
ঘোরে ফেরে কাদাখোঁচা খুঁটে খেতে সারা;
মুরগী ও হাঁসদের পোষে ঘরে ঘরে
পাখিদের গানে গানে কত স্বপ্ন ঘোরে।