রবির আলোয় আমার দেখা
সহজ পাঠের সহজ শেখা ,
বলছি কথা সেই সে ভাষা
সব বাঙালির প্রাণের আশা ।


ভাবনা আকাশ ছন্দ কথা
আমার চলায় সরলতা
দিকে দিকে ছড়িয়ে তাই
রবীন্দ্র সুর গেয়ে বেড়াই ।


আমার তুমি সারাটা দিন
দুঃখ সুখের প্রকাশ রঙিন
আমার মধ্যে আমি সুদূর
পরম পাওয়া রবীন্দ্র সুর।