ঘর গোছানো কাকে বলে
আমি আমার মায়ের কাছ থেকে শিখতে পারি নি;
পড়াশুনায় ব্যস্ত থেকেছি ।
যখন যা চেয়েছি
সাধ্যমত তার যোগানও পেয়েছি ,
হাঁটি হাঁটি পা পা চলায়
চলার পথ হয়ে উঠেছে মসৃণ
বিশেষ করে শিক্ষার ব্যাপারে
মায়ের সহযোগিতা ছড়িয়ে পড়েছিল
সারা পরিস্থিতি আর অস্তিত্বে ।


ফলে সংসার গোছানো ব্যাপারটা চোখে পড়ে নি ।


এখন নিজের সংসার শুরু করে    
ফ্ল্যাট বাড়িতে মায়ের থেকে অনেক দূরে ।
আমার স্ত্রী
আমার ছেলে আর আমাকে নিয়ে
সংসার গোছাতে বেশ হিমসিম ।


আজ সকালে সেই নিয়ে স্ত্রীর সঙ্গে
কথায় কথায় মায়ের কথা খুব মনে পড়ছে।