হা-হুতাশের মুখ তুলে
ঝলসে ওঠা হল্কা চোখ
দূরে সূর্যের রাশি রাশি
মেঘপঞ্জ লুকিয়ে আস্ত
ধুলোতে ঠায় ছড়ায় রোদ।
ক্লান্ত দিকের অবসাদ
প্রার্থনা আর মুখ চায়
বৃষ্টি আসুক রুক্ষ ঠাটে
যাক ভিজে যাক সম্ভাবনা।
ছায়ার খেলা লুকোচরি
অতীষ্ঠ সেই তাপন দিন
ইঁট পাথরের দুপুর মুখ
অবসন্নের বিছানা পেতে
সুখ খুঁজছে গাছের পাতায়।
আদর হয়ে নকল সহ্য
ভেতর ভেতর যাচ্ছে পুড়ে
জলের স্রোতে কলের ফোঁটা
কি যে বৃষ্টি কে যে আশা
আমার মুখে আমাকে
দাও ভিজিয়ে দাও।
       -০-০-০-