একা থাকার অভ্যাস বাড়িয়ে দিচ্ছে
অকারন অমূলক ভাবনার ভান্ডার ,
নিজের কাছে নিজেকে নতজানু হয়ে বসতেই হয়
আর শুরু হয় বরফের গলন
অথবা সময়কে পুটলি করে বেঁধে রেখে
কোথাও না কোথাও বিস্ফারিত হওয়া ।


ভাঙনের সমাহারে আলগা হয়ে যাচ্ছে
সামাজিক চিহ্নে যৌবন আগুনের ফুলকি ,
কাজের বিন্যাস , উচ্চাকাঙ্ক্ষা , রোজগারে  
দৌড়ানো বন্ধুত্ব সিঁড়িতে উঠেও ছটপট করে ;
একে একে বাহুল্যে আসছে বিলাসিতা ।
ভাবনা , মূল্যায়ন , আলোচনা , ভবিষ্যৎ অথবা বিশ্লেষণ
একাই সঠিক ও সংস্কারের পটভূমি ।
প্রশংসা বা পুরস্কারের দাবিদার সকলেই
কেউ নেই মেনে নেওয়া ভুল সংশোধনে ;


একার এই অযাচিত একা
ভাবনার রাস্তায় দাঁড়ানো সামাজিক প্রশ্নচিহ্ন ।
                -০-০-০-