মনে মনে রাগ পুষে খুব হাসি মুখে
যাচ্ছ বলে নানা কথা মনকে ভোলাতে,
মুখে তোষনের ছল মধুর বিপাকে
গলছে হৃদয় তাও খাচ্ছে শাক ভাতে।
ছক কষছে মনটা ফাঁসাই কি ভাবে?
ফুটছে না যে আলো মনের ভেতরে
নিজের কাছে নিজেই স্বরূপ স্বভাবে
কথা তবু কথা হয় মোহন বিবরে।


বলেই ফেলছ বেশ লুকিয়ে বিরক্তি
তাও তো তোমার সাথে হয়তো মিলনে
আগামী দিনের পথে থাকার সম্মতি
মনের বিভায় স্বর্গ গড়বে যতনে।
তাই রাগ করো না গো মন অভিমানী
বাইরে যা ভেতরে তা মনের জীবনী।