আমরা প্রতি মুহুর্তে আধুনিক হতে চাই ।
হাতে কিছু এক্সট্রা এলেই
চলে যাই অত্যাধুনিক সম্ভারে,
সেখানে উল্টে পাল্টে দেখি
কোনটি সবে এল বাজারে
আর সেটিকে হস্তগত করতে ঝাঁপিয়ে পড়ি।

সারা দেহকে সাজাতে হবে আজকের চমকে
ঘর জুড়ে যেন দেখা যায় আধুনিক দৃষ্টি
ভিন্নতার খোঁজে দাঁড়াই পেছন ফিরে
সহজকে কঠিন মুগ্ধতায় লিপিবদ্ধ করে
পুরো রাস্তাকে হোঁচট খাইয়ে ব্যতিব্যস্ত করি
আমাকেই আমি অচেনায় ধরা দিই।


সে সব বাড়ি ফিরেই হয়ে যায় ব্যাকডেটেড ;
আবার খোঁজ আবার অন্য আবার যুগের বার্তা
ফলে ছুটে চলা সময়ের হাত ধরতে
আরো জোরে ছুটে চলা ;
আধুনিকতার সংগ্রামে সবই আধুনিক ।