তোমার কথায় আমিও বীর
আমারও আজ উন্নত শির,
সাম্যবাদের জয় গান গাই
একই বৃন্তে ফোটা ফুল তাই।


উৎপীড়িতের এ ক্রন্দন রোল
থামাতে বুকে পাই যে বল
আমি সৃষ্টি সুখের জগৎটাকে
ঘুরাই যুগান্তরের ঘুর্ণিপাকে।


ফরিয়াদ ভরা বাংলা দুঃখী
লিচুচোর আমি আজও খুকি
ঝিঙে ফুল গাঁথা বাংলা প্রাণ
আমি মানুষ আমি মহীয়ান।  


শুকনো পাতার নূপুরে আমি
শূন্য এ বুকে হৃদয়ের দামী
সঞ্চিতা আঁকা সিন্ধু বুলবুল
চির বিদ্রোহী কবি নজরুল।