আমি নিজেকে ভাঙি নিজেকে গড়ি
নিজের কাছেই সদাই খেলি লুকোচুরি ,
দেখতে নিজেকে অনন্য এক জীবনের প্রতিমা
নিজের কাছে নতজানু আমি খুঁজে ফিরি কত
রহস্যভেদের অনাবিল গরিমা ।
দূরের দৃশ্যমানে আমি যে আছি
কাছের অদৃশ্য আমারই ছায়া প্রতিভু
মূর্ত আমি নানা উপমায় জগতের কারুকার্যে
নিজের গঠনে রোজ আমি
ঘুম থেকে উঠে চলে যাই ছুটে
দিগন্ত থেকে দিগন্তে মানবিক কোলাহলে ।
হারিয়ে ফেলি খুঁজে পাই ভুলে যাই দেখে রাখি সাজিয়ে তুলি
এ সব আমি নিজে আমার জীবন মহিমা ;
আমি সুর হই বেসুরের হাতে , খন্ড হই বিভক্তিতে
জোড়া লাগি ছন্দে ছন্দে গোলাপ বাগানে
উড়ে চলি ঘুড়ি কোন অথবা মাঞ্জা কোন কিশোরেরে
আমি নিজে যার কিশোরী যৌবন মধ্যগগনে ।
এই বেলা হাল বেয়ে ফিরব আমি নিজে
আমার ঘরের কোনে অবকাশ অবসর যাপনে ।
               -০-০-০-