আমি তো রোজ খুব সন্ধ্যে
চায়ের চুমুক মেখে নিয়ে
বেরিয়ে পড়ি পায়ে পায়ে
দাঁড়াই গিয়ে লাইট ভাঙা
ল্যাম্পপোষ্টের নীচে,
আসবে তুমি বারান্দাতে
দেখবে দূরের আকাশ,
চুলে চিরুনির বিলি কেটে
মুক্ত নাচের ভঙ্গি করে
আমার হৃদয় তোলপাড়  
লক্ষ মানিক জ্বালিয়ে দেবে।


আজ ধুলোমাখা গাছের পাতা নড়ে না  
পাখিগুলোর বন্ধ কিচির মিচির
পাশ ফিরিয়ে নিঝুম রাস্তা
চলছে না কেউ এপার ওপার;
আর হড়মুড়িয়ে বৃষ্টি এল
আমি ভিজছি একা একা
দৃষ্টি হচ্ছে খুব ঝাপসা।
বারান্দার আলো জ্বলছে
আজ একবার বাইরে এসে
আমার বৃষ্টি ভেজা সুখের
অশান্ত এই বুকে
পাখির নীড়ের আলো হয়ে
আমাকে ফেরাও ঘরে।
          -০-০-০-