বুজিয়ে পুকুর ভরছি গ্লাস
বলছি সুখের এই তো নিবাস,
কাঠখোট্টা ফ্ল্যাট রাশ
গাছকে বলছি বদলাও অধিবাস;
বারান্দাতে টবে চাষ
ফুল কিনছি বার মাস।
নদীর স্রোতে আবর্জনা
ডুব সাঁতারের বিড়ম্বনা ,
পাহাড়ে কেটে জয়ের ধ্বজা
কোথায় বন আর বনের রাজা?
মাঠের ফসল পোড়া মাঠে
মুখ চলছে মলের হাটে।
ধোঁয়া ধুলোর যাত্রা উড়ান
নিশ্বাসেও পুড়ছে পরান
বিষের রসে মাটির মরণ
মাটি খুঁড়েই রাতকে স্মরণ ;
সবুজ বুকের আদিম খেলা
পরিবেশে আজ হট্ট মেলা।