তোমাকে ভালো না বাসলে আমি যাব কোথায়?


কর্মক্লান্ত অবসরে আমাকে তো
তোমার কাছে ফিরে আসতেই হবে
চাইতেই হবে এক আঁচলা জল,
তুমি ছাড়া কিছুতেই আমার গভীর ঘুম তপস্যার
সফল জাগরণ হবেই না।


আঁকা বাঁকা পথ
তোমার পরশে সরল হবে;
পাথরের হোঁচট, বুকের চোট
তোমার অনাবিলে আমার স্বপ্নসুখ;
না হলে বাঁচব কোন আরকে
মুখ তুলে চাইব কোন সে মুক্ত আকাশে।


তোমাকে ভালবাসি বলেই
আমি ফুলকে ফুল দেখি
ভুলকে ভুল ভাবতে শিখে গেছি ;
চেনা অচেনা সবাইকে খুব পজিটিভ দেখি
অনেক না-এর মাঝে হ্যাঁ খুঁজে পাই।


তাই তোমাকে তো ভালো বসতেই হবে। |