দিনের গ্লানি মুছে ফেলে
দিগন্ত মুখ খুশির মালায়
সেজে ওঠে সারা আকাশ
রঙ বেরঙ লালের আভায় ।
দূরে গাছের মাথার প’রে
ধুলো বালির বাতাস বয়
বলাকা ফেরে ভুলের পথে
বাসাটা তার ঝুলেই রয় ।
রাত কাটাতে ওম পরশে
সন্ধিক্ষণে দিন গোধূলি
দীর্ঘ মানব ছায়ার সাথেই  
আঁকছে নানান চিত্রাবলী ।
    -০-০-০-