কতক্ষণ দাঁড়িয়ে আছি ঠিক মনে নেই ।

গাছের পাতা নড়ছে আর তারই ফাঁক দিয়ে
দেখছি পূর্ণিমার চাঁদ ,
মাঝে মাঝে তাকেও ঢেকে দিচ্ছে
দুষ্টুমি মাখা উড়ন্ত মেঘগুলো ।
আমার এ সবে মন নেই
তুমি যে রাস্তা দিয়ে ধীরে ধীরে
এক পা এক পা করে চলে গেলে
আমি তাই দেখতে দেখতে
কাটিয়ে দিচ্ছি সময়
সময়ের হিসেব
আর সময়ের যন্ত্রণা ।
হাত থেকে হাতটা সরিয়ে
চোখে কি যেন দৃষ্টি হেনে
বেশ তো চলে গেলে
সময়ের মাশুল কুড়াতে
তাহলে আমার কি হবে ?
আমি আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকব ।


এসো তুমি এসো , আমার জীবনকে
সময়ের প্রেম ধারাপাতে সাজাও ।


       -০-০-০-